বিবি প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথের ঈগল প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈগলের পক্ষে এ পথা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামে পথসভায় প্রধান অতিথি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আপনারা আপনাদের মতো নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে নিজ নিজ জনপ্রিয়তা নিয়ে বিজয়ী হয়ে আসেন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই। সাধারণ মানুষ জনবিচ্ছিন্ন নেতৃত্ব চায় না। আর তাই যশোর সদর উপজেলার সাধারণ মানুষ আমাকে চাই। তারা আমাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়েছে। এজন্য ঈগল প্রতীককে বিজয়ী করার সিদ্ধান্ত নিয়েছে জনসাধারণ। আর তাই পাড়া-মহল্লায় ঈগল প্রতীককে জোয়ার উঠেছে।
ঈগল প্রতীককে প্রার্থী আরও বলেন, গত ১০ বছর যশোর সদর উপজেলায় কোনও উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। আগামী ৭জানুয়ারি যশোরবাসী সকল অপশক্তিকে পরাজিত করে ঈগল প্রতীককে বিজয়ী করে তার সমুচিত জবাব দেবেন।’
এর আগে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা, বড় বাজার, রাঙ্গামাটি গ্যারেজ, হাইকোট মোড়, জামরুলতলা, নওয়াপাড়াসহ ১০/১২স্থানে গণসংযোগ করেছেন।
এসব গণসংযোগ স্থানে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দিন, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য মারুফ হোসেন খোকন, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক ও বাবলু কুমার নাথ, যুগ্ম সাধাণ সম্পাদক এসএম ইউসুফ শাহিদ, জেলা ছাত্র লীগর সাবেক সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম লিপু, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল রহিম রানা, আওয়ামী লীগ নেতা শুভ চক্রবর্তী মিন্টু, বাবুল হোসেন, আতাউল্লাহ, ওহিদুজ্জামান, তুহিন হোসেন, সাবেক ছাত্র নেতা মোমেল হোসেন, মোনায়েম হোসেনসহ যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেৃতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেকে বসেছে শীত
- পুনশ্চ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- শীতে বাড়ছে রোগীর চাপ নাজুক চিকিৎসা সেবা
- মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
- যশোরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় সভা
- সাজা শেষে দেশে ফিরলেন ২ ভারতীয়
- শালিখার চিকিৎসা নিতে আসা অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
- বিশ্ব ইজতেমায় হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ