বিবি প্রতিবেদক
ভোট বর্জন নয়, নিরব ব্যালট বিপ্লবের আহ্বান জানিয়েছেন যশোর-৩ (সদর) আসনের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী অ্যাড. সুমন কুমার রায়। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি, ভোট বর্জনকারীদের ৭ জানুয়ারি নীরব ব্যালট বিপ্লবের আহ্বান জানান।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। তবুও আমরা বিশ^াস করতে চায় এবার সুষ্ঠু ভোট হবে। বিএনপি ও তার মিত্র দলগুলো ভোট বর্জনের ডাক দিয়েছে। তাদের কাছে আমার আহ্বান, আপনারা ভোট বর্জন না করে ৭ জানুয়ারি নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাকে বিজয়ী করুন। আমি নির্বাচিত হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তবর্তীকালীন নির্বাচনের জন্য লড়াই করবো। তিনি অভিযোগ করেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে নানাভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে। যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। এসময় তার সঙ্গে দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা
- অভয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
- যশোরে বলাৎকারে অভিযুক্ত রনি আটক
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত