বাংলার ভোর প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৫ (মণিরামপুর) ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। সাথে সাথে ত্রুটি থাকার কারণে ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর-৫ (মণিরামপুর) আসনে জমা দেয়া ৮টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বৈধ ও ৪টি বাতিল করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী রশীদ আহমাদ, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন এবং স্বতন্ত্র প্রার্থী ও মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

অন্যদিকে, মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির এমএ হালিম এবং ১ শতাংশ ভোটার তালিকায় ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান, এবিএম গোলাম মোস্তফা ও নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

যশোর-৬ (কেশবপুর) আসনে ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ও ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর মোক্তার আলী ও এবি পার্টির মাহমুদ হাসান।

এই আসনে দলীয় অঙ্গীকারনামায় সাক্ষীর স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির প্রার্থী জিএম হাসান এবং ঋণখেলাপি হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

Share.
Exit mobile version