মণিরামপুর সংবাদদাতা
যশোর-৫ মণিরামপুর আসন শরিকদল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে পৌরশহরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ইতোপূর্বে ৪ ডিসেম্বর এ আসনটিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়।

সেই থেকে তিনি পুরোদমে প্রচারণাসহ নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছেন। কিন্তু ২৪ ডিসেম্বর এ আসনটি বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসিচব রশিদ বিন ওয়াক্কাসের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার পরপরই বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।

উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। তাদের দাবি এ আসনে বিজয়ী হতে হলে বিএনপির পূর্বঘোষিত প্রার্থী শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন বহাল রাখতে হবে। শনিবার বিএনপির পক্ষ থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়া হয়।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে শুক্রবার বিকেলে পৌরশহরে অন্তত ১০ হাজার নোতাকর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

আরও পড়ুন .. ..

যশোরে ভোটের গাড়ির প্রদর্শনী অনুষ্ঠিত

পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, সন্তোষ স্বর, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান প্রমুখ।

সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ বলেন, এ আসনে বিজয়ী হতে হলে জমিয়তের গণবিচ্ছিন্ন রশিদ বিন ওয়াক্কাসের পরিবর্তে বিএনপির সভাপতি জনপ্রিয় নেতা শহীদ ইকবালকে মনোনীত করতে হবে।

অন্যথায় আরো কঠিন কর্মসূচি পালন করা হবে। সমাবেশের সভাপতি খায়রুল ইসলাম জানান, শনিবার বিকেলে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।

এদিকে শহীদ ইকবাল হোসেন মোবাইলফোনে জানান, তিনি ১৯৯১ এবং ১৯৯৬ সালে বিএনপির ধানের শীষের প্রার্থী হয়ে যেভাবে এলাকায় নির্বাচনী কার্যক্রম করেছিলেন এবার সেই মাত্রার কয়েকগুণ বেশি করছেন। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে স্বৈরাচার সরকারের কবলে পড়ে ১২ জন ক্রসফায়ারে নিহত এবং অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে।

মিথ্যা মামলায় আসামি হয়েছে প্রায় ৭০ হাজার নেতাকর্মী। শহীদ ইকবালের প্রত্যাশা নেতাকর্মী সমর্থকদের দাবির প্রেক্ষিতে দল নিশ্চয় পুনরায় তাকে মনোনয়ন দেবেন।
এ ব্যাপারে সদ্য ঘোষিত প্রার্থী জমিয়তের রশিদ বিন ওয়াক্কাস মোবাইল ফোনে বলেন, বিএনপি বিক্ষোভ করবে এটা স্বাভাবিক। জোটের (জমিয়ত) পক্ষ থেকে বিএনপি আমাকে মনোনয়ন (প্রার্থী) দিয়েছে। তার ধারণা ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।

উল্লেখ্য, ২০০১ ও ২০১৮ সালে যশোর-৫ মণিরামপুর আসনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় পরে ১৮ দলীয় জোট থেকে ধানের শীষের মনোনয়ন পান রশিদ বিন ওয়াক্কাসের পিতা জমিয়তে উলমায়ে ইসলামের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। এর মধ্যে ২০০১ সালে তিনি বিজয়ী হন। কয়েক বছর আগে মুফতি ওয়াক্কাসের মৃত্যু হয়।

Share.
Exit mobile version