বিবি প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বিজয়ী হয়েছেন। ঈগল প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৭৬ হাজার ২০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ ভোট। ১২৮ কেন্দ্রের ফলাফলে ৪ হাজার ৮১১ ভোট বেশি পেয়ে এস এম ইয়াকুব আলী জয়লাভ করেছেন।
গতকাল সন্ধ্যায় প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

Share.
Exit mobile version