রাজু আহমেদ, বেনাপোল
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এবং আন্তর্জাতিক চেকপোস্ট। এই বন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক যাতায়াত করে ভারত-বাংলাদেশ। সেই সাথে ভারত থেকে দেশের শিল্প কলকারখানার কাঁচাপণ্য সহ অন্যান্য পণ্যর সিংহভাগ আমদানি হয়ে থাকে। কিন্তু বেনাপোল বন্দরে দীর্ঘ দিন ধরে রয়েছে যানজট। সেই যানজট এখন মহাযানজটে পরিণত হয়েছে। যার দুর্ভোগ পোহাচ্ছে দেশি বিদেশি পর্যটক, স্কুল কলেছের শিক্ষার্থী, জরুরি রোগীসহ অসংখ্য মানুষ। এসব নিরসনে স্থানীয় সচেতন মহল মনে করে বেনাপোল চেকপোস্ট থেকে কাগজপুকুর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তায় ফ্লাইওভার নির্মাণ জরুরি।
বেনাপোল বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত মাত্র দুই কিলোমিটার সড়কে আমদানি পণ্য এবং দুর পাল্লার গাড়ির যানজটের কারণে ভ্যান রিক্সা ইজিবাইক চলাচল করতে না পারায় সময়মত তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না শিক্ষার্থীরা। এমনকি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়ও তাদের বিলম্ব হয়। এছাড়াও যানজটের কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা।
ঢাকা থেকে আসা পাসপোর্ট যাত্রী হোসেন আলী বলেন, আমি ব্যবসার কাজে ভারত যাব। ঢাকা থেকে গাড়িতে বেনাপোল বাজার এলাকায় এসে পড়েছি মহাযানজটে। প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাস চেকপোস্ট পর্যন্ত যেতে না পারায় হেটে গেলাম।
কুমিল্লার মৃনালী দে বলেন আমি চিকিৎসার জন্য ভারত যাব। এখন যানজটের কারণে আমার দেরি হয়ে গেল। তারপরও ভ্যান-রিক্সা-অটোরিক্সা না চলাতে আমি ল্যাগেজ নিয়ে বিপাকে পড়ি। শেষ পর্যন্ত পায়ে হেটে চেকপোস্ট পর্যন্ত এসেছি।
বেনাপোল পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন বলেন, আমাদের বেনাপোল চেকপোস্ট থেকে কাগজপুকুর পর্যন্ত ফ্লাইওভার দরকার। সরকার এই বন্দর থেকে প্রতিবছর কয়েক হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে।
শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আলম সালমা বলেন, বেনাপোল থেকে কাগজপুকুর পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ এলাকা। এ পথে পাসপোর্ট যাত্রীসহ আমদানি রফতানির কাজে প্রত্যন্ত অঞ্চল থেকে আসে হাজার হাজার লোক। সবথেকে বেশি অসুবিধায় পড়তে হয় কৃষকের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো বেনাপোলে যানজট নিরসনে যেন একটি ফ্লাইওভার তৈরি করা হয়।
বেনাপোলের বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী কামরুজ্জামান বাবলু বলেন, বেনাপোল দেশের একটি গুরুত্বপূর্ণ স্থান হলেও এখানে ট্রাফিক ব্যবস্থা ভালো না থাকায় আমদানি রপ্তানি গাড়ি ও গণপরিবহণগুলো রাস্তার দুই ধারে সারিবদ্ধ করে রাখার কারণে তীব্র যানজটের শিকার বেনাপোলবাসী। তাই আমরা অতি দ্রুত প্যাসেঞ্জার টার্মিনাল থেকে কাগজ পুকুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটিতে একটি ফ্লাইওভার দাবি করছি।