কলারোয়া সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বণিক সমিতির কমিটি গঠন ও পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতার হামলায় সাবেক ছাত্রদল নেতা শাহরিয়ার আরেফিন তুরান নিহত হয়েছেন। মঙ্গলবার নিজ বাড়িতে মারা যান তিনি।

নিহত শাহরিয়ার আরেফিন তুরান (৩০) কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘরা গ্রামের মৃত. আব্দুল হামিদের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের চাচা আব্দুর রশিদ জানান, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তুরান তার দোকানের ভাড়াটিয়া মনিরুল ইসলামের কাছে পাওনা ২০ হাজার টাকা চান। এ নিয়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মনিরুল ইট দিয়ে তুরানের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে তার অস্ত্রোপচার হয়।

অভিযুক্ত মনিরুল ইসলাম কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন যুবদলের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

আব্দুর রাজ্জাক বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মনিরুলকে তুরানকে ইট দিয়ে আঘাত করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তুরানের মৃত্যু হয়। কাজিরহাট বাজার বণিক সমিতির কমিটিকে ঘিরে তাদের মধ্যে বিরোধ ছিল। সেই জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন বলেন, মনিরুল ইসলাম ও তার বাবা নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version