বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের পাগলাদাহ গ্রামে যুবলীগ কর্মী ফরহাদ হোসেন শ্যাম্পুকে হত্যা চেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আহত শ্যাম্পুর স্ত্রী রনি আক্তার সাথী ১০ জনের বিরুদ্ধে এ মামলা করেন। এ ছাড়া এ মামলায় আরও ৫/৬জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আসামিরা হলেন, পুরাতন কসবা গাজীর ঘাট রোডের মোহাম্মদ রবি, পাগলাদাহ গ্রামের এজাজ মেম্বার, সফিয়ার রহমান ও তার ভাই মোশারফ, শামীম, ছোট এজাজ, এনামুল, নওদা গ্রামের সালাম মেম্বার, কালো বিল্লাল এবং শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার শেখ উজ্জ্বল।
এজাহারে সাথী উল্লেখ করেছেন, তার স্বামী যুবলীগের সক্রিয় কর্মী। নানা কারণে আসামিদের সাথে তার পূর্ব থেকে বিরোধ চলে আসছিল গত ২ জুলাই রাতে তিনি পালবাড়ির মোড়ের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে পাগালাদহ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত ৯টার দিকে গ্রামের কবরস্থান পাড়ার একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তার পথ রোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। সারা শরীরে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। সে সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।