কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রেমিকার পরিবারের কাছে পিতা যৌতুক হিসেবে আরওয়ান মোটরসাইকেল দাবি করে ক্ষুব্ধ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক কিশোর।

জানা গেছে, স্কুল ছাত্র সাইমন হোসেন (১৬) রোববার ভোররাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত সাইমন হোসেন ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের দশম শ্রেণীর স্কুল ছাত্র সাইমনের সাথে পার্শ্ববর্তী ওয়ারিয়া গ্রামের সানার হোসেনের মেয়ে রুবিনা খাতুনের প্রেমের সম্পর্ক চলে আসছিল দীর্ঘদিন ধরে। একপর্যায়ে ছেলেকে বিয়ে দেবে বলে সাইমনের বাবা রুবিনার পরিবারের কাছে আর ওয়ান ফাইভ মোটরসাইকেল যৌতুক দাবি করে। নিজের ভালোবাসার জন্য প্রেমিকার পরিবারের কাছে এমন দাবি মেনে নিতে না পেরে ক্ষোভে ভোর রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরিবারের লোক সকালে তাকে অনেক ডাকাডাকি করে তার সাড়া শব্দ না পেলে জানালা দিয়ে তার মৃতদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
##

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version