বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার রাজারহাট থেকে কচুয়া যাতায়াতের জন্য সংস্কার করা বেইলী ব্রিজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে ভৈরব নদের উপর নির্মিত এ ব্রিজের সংস্কার কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
উপজেলা প্রশাসনের অর্থায়নে এ সংস্কার কাজ সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আসিফ রেজা, সংস্কার কাজের ঠিকাদার বেলায়েত হোসেন, বিপুল হোসেন, লিয়াকত মোল্লা প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটির অবস্থা নাজুক ছিল। ফলে যাতায়াতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে।
সংস্কারের ফলে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে সুবিধা হবে। স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শারমিন আক্তার বলেন, এই ব্রিজ সংস্কারের ফলে স্থানীয়দের যাতায়াতের দুর্ভোগ কমবে। ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্প নেয়ার পরিকল্পনা রয়েছে।