রিভো বাংলাদেশ নতুন থ্রি এস শোরুম আর্থ ইন্টারন্যাশনাল যশোরের উদ্বোধন করা হয়।
দেশের বৈদ্যুতিক টু-হুইলার শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড রিভো বাংলাদেশ যশোরে তাদের নতুন থ্রি এস উদ্বোধন ঘোষণা করেছে।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন এস এম তানভীর রায়হান ও হুমাইরা ইয়াসমিন, অ্যাডভোকেট রিফাত জিংগো, মি. আহমাদ হাসান, রিভো বাংলাদেশের অফিসিয়াল এক্সিকিউটিভ ডিরেক্টর মি. ভ্যান নি গেন্টাবাল রিটেইল ডিরেক্টর মি. পাস্কাল এবং হেড অব সেলস নাজমুল আহসান।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রাণবন্ত বাইকিং কমিউনিটিকে সেবা দেয়ার লক্ষ্যে কৌশলগতভাবে অবস্থিত এই ৩এস শোরুমটি গ্রাহকদের এক ছাদের নিচে দিচ্ছে সম্পূর্ণ রিভো অভিজ্ঞতা টেস্ট রাইড, বিক্রয়, বিক্রয়োত্তর সার্ভিস এবং স্পেয়ার পার্টসের সমন্বয়ে।-প্রেস বিজ্ঞপ্তি