রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৯ নং সেক্টর হেলিপ্যাড ব্রিজের নিচে থেকে সাকিব (১৪) নামের এক কিশোরের হাত এবং পা বাঁধা লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। সাকিব খিলক্ষেত থানার আশকোনা এলাকায় বোনের বাসায় থেকে অটোরিকশা চালাতেন।

গতকাল শুক্রবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকালে নিহতের বোন জামাই রোবেল কাঞ্চন ব্রিজে তাদের অটোরিকশা দেখে চিনতে পারেন। গাড়িতে গিয়ে সাকিবের কথা জিজ্ঞেস করলে অটোরিকশা চালক রাকিব (১৫) বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। পরে রাকিবকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করলে সে হত্যার ঘটনা স্বীকার করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক পরেশ বাগচীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, নিহত কিশোরের পরিচয় পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সাথে জরিত ৩ জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version