বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার রুপদিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে রূপদিয়া আঞ্চলিক শাখার আয়োজনে সহযোগী সদস্য সম্মেলন হয়।
জামায়াতে ইসলামী সদর থানা আমির অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আশরাফুল ইসলাম প্রমুখ।
সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথি বলেন, আগামীতে কল্যান ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ডা. শফিকুর রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় জনগণ। যারা বিগত দিনে আমাদের দেশ ছাড়া করতে চাইতো তারাই আজ দেশ ছাড়া।
জামায়াতে ইসলামী সদর থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুর রহমানের সঞ্চালনায় গোলাম কুদ্দুস আরো বলেন, এই বাংলাদেশ যদি কুরআনের শাসন কায়েম হয়, তাহলে হিন্দু মুসলিম সকলে সমান অধিকার পাবে। কোন ধরনের বৈষম্য থাকবে না, সকলের সম্পদ থাকবে নিরাপদে, কোন চাঁদাবাজ সন্ত্রাস জুলুম থাকবে না।
সহযোগী সদস্য সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহাসিন মাষ্টার, কচুয়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুল হান্নান, থানা যুব জামায়াতের সেক্রেটারি সাইফুর রহমান মনির, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মনির হোসেনসহ নেতৃবৃন্দ।