বাংলার ভোর প্রতিবেদক
আশ্বাস প্রকল্পের আওতায় যশোর জেলার সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) দক্ষতা উন্নয়ন কর্মশালা বুধবার সকাল সাড়ে দশটায় ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি এই কর্মশালায় সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সদর উপজেলার সমাজসেবা অফিসার আশিকুর রহমান তুহিন।
আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মণ্ডলের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম। পরে আশ্বাস প্রকল্পে সারভাইভারদের সুরক্ষা ও সেবার মান উন্নয়নে কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন রাইটস যশোরের প্রতিনিধি বজলুর রহমান বাবলু।
কর্মশালার ধরাবাহিকতা অনুসারে ইউনিয়ন পর্যায়ের সিটিসি’র অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, সারভাইভারদের সুরক্ষার জন্য ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বরাদ্দ ও বরাদ্দের সদ্ব্যবহার, জনসচেতনতা সৃষ্টিতে সারভাইভারের সুরক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা, মানব পাচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব, কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনা গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল নির্মিত “প্রেরণার আলোকশিখা” ভিডিও দেখানো হয়।