বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোজাদার শিক্ষার্থীদের উপরে নৃশংস হামলার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) বেলা ১১টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমএম কলেজ শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি ইমরান হোসাইনের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোজাদার শিক্ষার্থীদের উপরে নৃশংস হামলার করে ছাত্র সমাজের অধিকার হরণ করা হয়েছে। ছাত্রলীগ প্রতিটা ক্যাম্পাসে এই নৈরাজ্য সৃষ্টি করেছে। মানববন্ধন থেকে দেশব্যাপি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান বক্তারা।

Share.
Exit mobile version