যশোর জেলার এক ঝাঁক তরুণ প্রবাসীর সমন্বয়ে যুক্তরাজ্যে গঠিত “যশোর কমিউনিটি, ইউকে কর্তৃক আয়োজিত “যশোরিয়ান মিলন মেলা ২০২৪ “ ঈস্ট লন্ডনের হেইনল্ট ফরেস্ট পার্কে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়।
আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো, কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন এবং ১৯৫২ থেকে ২০২৪ পযর্ন্ত বাংলাদেশের সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন মাধ্যমে অনুষ্ঠানটির প্রথম পর্ব শুরু হয়। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সভাপতি ইউনুস হাসান লিমন ও সাধারণ সম্পাধক এস এম ওয়াহিদ সিদ্দিকী জনি। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মো: আবু রেজা তুহিন, উপদেষ্টা ডা: মিজানুর রহমান, উপদেষ্টা ব্যারিস্টার মো: মাহমুদ হাসান বাবু, কোষাধ্যক্ষ মো: আদনান আহমেদ এবং মিলন মেলার আয়োজক কমিটির কোর্ডিনেটর মো: খায়রুল ইসলাম ভানি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন যশোর কমিউনিটি ইউকে এর উপদেষ্টা মো: শরিফুল ইসলাম খান
এরপর চা চক্রের মাধ্যমে ইউকের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা যুক্তরাজ্যে বসবাসকারী যশোর জেলার বিভিন্ন পেশা, বয়স ও ধর্মের মানুষের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। মিলন মেলাতে প্রায় দেড় শতাধিক ইউকে বসবাসী যশোরিয়ান অংশ গ্রহণ করে।
মধ্যহ্নভোজের পরে যশোরের ঐতিহ্যবাহী নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের ছবি অংকন, দৌঁড় প্রতিযোগিতা এবং মেয়েদের বালিশ যুদ্ধ, পুরুষদের মোরগ লড়াইসহ নানা রকম প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।
বিকালের নাস্তা ও চা চক্রের পরে সংগঠনের আয় ও ব্যয়ের হিসাব ও পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা এবং সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। -বিজ্ঞপ্তি