বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা লেবুতলা ইউনিয়নের বীর নারায়নপুর গ্রামে গত দু’দিন রাতে চুরির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বীরনারায়নপুর গ্রামের ঘোষ পাড়া থেকে সুলভ কুমার ঘোষের ইজিবাইক চুরি হয়েছে এবং শুক্রবার(৬ সেপ্টেম্বর) রাতে বীর নারায়ণপুর তের আউলিয়া তলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে অফিস কক্ষ হতে একটি ফ্যান এবং ৫ হাজার টাকাসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্কুলের প্রধান শিক্ষক আলতাফ হোসেন। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা একটি মামলাও হয়েছে।
এদিকে ইজিবাইক চালক সুলভ কুমার ঘোষ জানান, গত বৃহস্পতিবার রাতে বাড়িতে ইজিবাইক রেখে ঘুমালে সকাল ভোরে বাজারে সবজি নিয়ে যাওয়ার জন্য বিবেক নেওয়ার সময় দেখি ইজিবাইক নেই। আনুমানিক রাত ৩ টায় ইজিবাইক চুরি হয়েছে। তিনি জানান আজ ৫ বছর পঙ্গুক্ত অবস্থায় পড়ে আছি।গ্রামের লোকজনের সহযোগিতায় এবং নিজের সামান্য জমি বিক্রি করে ইজিবাইক কিনে চালানো শুরু করি।এর আগে মানুষের নিকট হতে চেয়ে সংসার চলতো। বর্তমানে ইজিবাইক চালিয়ে ভালোই সংসার চলে। আমি পঙ্গু হওয়ায় কোন কাজ করে খাওয়ার মত নেই। বর্তমানে ইজি বাইক চুরি হওয়ায় পরিবার নিয়ে খুবই কষ্টে আছি।
আমি পঙ্গু। ভালোভাবে হাঁটতে পারি না। আমার পায়ের পিছনে লাখ লাখ টাকা খরচ হয়েছে। এখনও ওষুধ খেতে হয় । গাড়ি চুরিতে আমার পরিবার নিয়ে আবার চরম দুর্ভোগে পড়েছি। আমি যে অভিযোগ করতে যশোর পর্যন্ত যাব সেই টাকাও নেই। তারপর আমি চলতে পারি না।
আজ দুইদিন আমার খাওয়া ঘুম নেই । শুধু চিন্তা করছি পরিবারের ৪ জন লোক কি করে সংসার চালাবো। কারো সহযোগিতা নিয়ে আগামীকাল থানায় লিখিত অভিযোগ করবো।