নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তরা মৎস্য চাষির দুই শতাধিক আম গাছ কেটে ফেলেছে। প্রতিবাদ করায় ওই মৎস্য চাষি নারীকে মারপিট করেছে দুর্বৃত্তরা। মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামে ১৭ ডিসেম্বর সকালে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের মৎস্য চাষি নুরজাহান (৫৮) অভিযোগে বলেন, দোয়া মল্লিকপুর গ্রামের আলমগীর মল্লিক, আনোয়ার মল্লিক, মতিয়ার মল্লিক, মিরাজ মল্লিক, কাজল মল্লিক, আমির মল্লিকসহ কয়েকজনের সাথে আমার পরিবারের পূর্ব রিরোধ রয়েছে। গত রোববার সকাল ৭টায় আমি মাছের ঘের দেখতে গিয়ে ঘেরের পাড়ে দেখি দুর্বৃত্তরা দুই শতাধিক আম গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে। যার দাম প্রায় ১ লাখ টাকা। পরে ঘের থেকে বাড়ি ফেরার সময় উল্লেখিত দুর্বৃত্তদের সাথে পথিমধ্যে আমার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা আমাকে মারপিট করে। দুর্বৃত্তরা আমাকেসহ আমার সন্তানদের দেখে নেয়ার হুমকি দিয়েছে। তারা যে কোন সময় আমার পরিবারের উপর হামলা করতে পারে বলে আশংকা করছি। এর আগে গত ৩ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা আমাদের কুল বাগানে প্রবেশ করে ফলন্ত কুলগাছ কেটে ফেলে। সেসময় প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছিল।
অভিযুক্ত আলমগীর মল্লিকসহ অন্যদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহিদুর রহমান জানান, কয়েকজন ব্যক্তি বেপরোয়া ভাবে চলাফেরা করছে। তাদের কারণে সমাজে অশান্তি বাড়ছে।
শিরোনাম:
- কোটচাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীণবরণ
- হাইকোর্টের আদেশ উপেক্ষা : ফ্যাসিস্টের রিপ্লেসে ‘দখল’ যশোর সিটি ক্যাবল
- যশোরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- মণিরামপুরের গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী-শ্বশুরের নামে চার্জশিট
- চোখে ‘শর্ষে ফুল’ দেখা সাজেদার এখন ফুলেল জীবন
- মৌমাছি স্কুলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা
- সংগ্রামী রূপা খাতুনের সাবলম্বী হওয়ার গল্প