শরণখোলা সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে উপজেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মতিয়ার রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল, শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বিএনপি নেতা শহিদুল ইসলাম লিটন, মহিউদ্দিন শাহজাহান, আব্দুল মজিদ ওরফে জিয়া মজিদ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন রায়েন্দা কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মনিরুজ্জামান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version