শরণখোলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলার মধ্য খোন্তাকাটায় উপজেলা পরিষদ বাস্তবায়িত লজিক প্রকল্পে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ভবনের তালা ভেঙে প্রকল্পের সেচ কাজে ব্যবহৃত ব্যাটারি মটরসহ মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রকল্প সভাপতি আবুল হাসান মুন্সি (৬৮) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি জানান, রাতে ভবনটি তালাবদ্ধ করে যান। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে গিয়ে দেখেন দরজার তালা ও হ্যাজবোল্ট ভাঙা। চোরেরা হ্যামকো ব্র্যান্ডের ৮টি ১২ ভোল্ট ব্যাটারি, একটি প্যাডরোলো ৩ হর্সপাওয়ার মোটর এবং অন্যান্য যন্ত্রাংশ নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য এক লাখ সাট হাজার টাকা।
শরণখোলা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, প্রকল্প এলাকার নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়ে স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দুইশ কৃষকের জীবন জীবিকা নির্বাহ করে এই প্রকল্পে। চুরির ঘটনায় সাধারণ কৃষকরা হতাশাগ্রস্ত।

