বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মহান মুক্তিযুদ্ধে প্রথম শহিদ চারুবালা করের ৫৪তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে নীলগঞ্জ মহাশ্মশানে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক পার্থ প্রতীম দেবনাথ রতি, যুগ্ম সাধারণ সম্পাদক সন্তু বিশ্বাস ও উত্তম ধর, সাংগঠনিক সম্পাদক সুব্রত গুহ টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক শুভ চক্রবর্তী প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ চারুবালা করের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার আত্মত্যাগ চিরস্মরণীয়। তার বীরত্ব ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মুক্তিযুদ্ধে শহীদ চারুবালা করের অবদান অবিস্মরণীয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনির গুলিতে যশোরে প্রথম শহীদ হন তিনি। প্রতি বছর তার প্রয়াণ দিবসে ফুলেল শ্রদ্ধাসহ সংক্ষিপ্ত আলোচনা করে থাকে স্থানীয় মন্দির কমিটি ও বীর মুক্তিযোদ্ধাগণ। তার আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version