মাগুরা সংবাদদাতা
শহীদ সুমন ও শহীদ আহাদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা-২ আসনের প্রার্থী এম. বি. বাকের। শুক্রবার সকালে তিনি মাগুরা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তার প্রচারণা কার্যক্রমের সূচনা করেন।

কবর জিয়ারত শেষে এম. বি. বাকের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর তিনি মাগুরা-২ আসনের মহম্মদপুর ও দক্ষিণ মাগুরা উপজেলার চারটি ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা চালান। প্রচারণাকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, এবার জাতি অপেক্ষা করছে পরিবর্তনের। তিনি আরো বলেন গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোট যেন প্রদান করেন। প্রচারণা চলাকালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা।

Share.
Exit mobile version