বাংলার ভোর প্রতিবেদক
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার আদায়ের দাবিতে যশোরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরতলীর চাঁচড়া চেকপোস্টে সাধারণ জনগণ একত্রিত হয়ে এই বিক্ষোভ করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, জুলাই মাসে প্রশাসন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে এবং সময়মতো কার্যকর পদক্ষেপ নিলে, সাধারণ মানুষকে রাজপথে নামতে হতো না। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার জনগণকে আন্দোলনে নামতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, দেশের জনগণ আশা ও বিশ্বাস নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে। কিন্তু তারা কোনো ভয়ের কারণে বা অভ্যন্তরীণ কোনো শক্তির প্রভাব কিংবা বিদেশি স্বার্থের দালালি করে ন্যায়বিচার থেকে সরে আসে, তাহলে জনগণ তা মেনে নেবে না। তারা স্পষ্টভাবে বলেন, আর কোনো প্রতিরোধ বা প্রতিবাদের ভাষা নয়-শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণ রাজপথ ছাড়বে না।
সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আগামী রোববার বিকাল ৩টায় যশোরের মণিহার এলাকায় উপস্থিত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন, মাহমুদুল হক সোহান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, শোহানুর রহমান, আমির হামজা, আরিফুল ইসলাম টিটো, মাহমুদুল্লাহ রিহাদ, আমিনুল হক তামিম, উম্মে সাদিয়া, মো. রিয়াজ, আশালতা প্রমুখ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন। তারা দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
