শার্শা সংবাদদাতা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে যশোরের শার্শায় এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে নাভারণস্থ বাইতুল আমান ট্রাস্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নাভারণ সাতক্ষীরা মোড় গিয়ে শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক খালিদ ইবনে খলিল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রশিবিরের, অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত, জেলা সাংস্কৃতিক সম্পাদক খালিদ হাসান, জেলা পাঠাগার সম্পাদক আবুজার হোসেনসহ স্থানীয় ছাত্র শিবিরের অন্যান্য নেতা কর্মী ও সমর্থকগণ।

Share.
Exit mobile version