বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ত্রয়োদশ নির্বাচন নিয়ে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় মাঠে এই সংলাপের আয়োজন করে দেশের ২৪ ঘন্টার বেসরকারি সংবাদ ভিত্তিক টেলিভিশন ‘স্টার নিউজ’। এতে উপস্থাপক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রশ্ন ও ভাবনার উত্তর দেন যশোর-৩ আসনের বিএনপি দলীয় ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদরের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শোয়াইব হোসাইন, যশোর-৪ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল ও এনসিপি যশোরের প্রধান সমন্বয়ককারী মো. নূরুজ্জামান।
সংলাপে বিগত সরকারের আমলের অনিয়ম দুর্নীতি, অপরিকল্পিত উন্নয়ন, সমস্যা এবং আগামী যশোরের সম্ভাবনা তুলে ধরা হয়। এতে প্রার্থী ও রাজনৈতিক ব্যক্তিরা তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে চার অতিথিই তাদের দলের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কাজ করার অঙ্গীকার করেছেন। পাশাপাশি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারা।
অনুষ্ঠানে সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদরের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শোয়াইব হোসাইন বলেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। জনগণ যাতে কালোটাকার বিরুদ্ধে প্রভাবমুক্ত হয়ে তাদের রায় দিতে পারেন, এ বিষয়ে রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীদের ভূমিকা রাখতে হবে।’
এনসিপি যশোরের প্রধান সমন্বয়ককারী মো. নূরুজ্জামান বলেন, ‘৫ আগস্টের পর বিগত ফ্যাসিস্টের কর্মকর্তা কর্মচারীরা এখনও মাথা চড়া দিয়ে উঠছেন। যশোরের ভবদহ সমস্যা তুলে ধরে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা জলাবদ্ধতার দুরীকরণে অর্থ লুটপাট করেছে। যশোরের রাজনৈতিক দলগুলো সদিচ্ছা নিয়ে এগিয়ে আসলে ভবদহের সমস্যা দূর করা সহজ হবে। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রকল্প নিয়েছে; সেগুলো বাস্তবায়ন হলে অনেকটা সমাধান হবে। এছাড়া যশোরের অপরিকল্পিক নগরায়ন, শহরের জলাবদ্ধতা, যশোর জেনারেল হাসপাতালের সংকট নিয়ে আলোচনা করেন এই নেতা।’
অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহবুদ্দিন বিশ্বাস, ক্রিড়া সংগঠক মাহাতব নাসির পলাশ, যশোর পূজা পরিষদের সভাপতি দিপংকর দাশ রতন, যশোর নাগরিক সমাজের সমন্বয়কারী মাসুদুজ্জামান, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল প্রশ্ন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টার টিভির সিনিয়র রিপোর্টার নাঈম আবির। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টার টেলিভিশনের যশোর প্রতিনিধি জাহিদ হাসান।
