বাংলার ভোর প্রতিবেদক
শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার বিকালে যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের যশোর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে যশোর জেলা সভাপতি মাওলানা মুফতী শহীদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নগর কমিটি সভাপতি মাওলানা তাউহিদুর রহমান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, যুব মজলিস যশোর জেলা শাখার বায়তুলমাল সম্পাদক হাফেজ শিহাব শাহরিয়ার, যুব মজলিস যশোর জেলা শাখার প্রচার প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাজিদ। বাংলাদেশ খেলাফত মজলিস সদর উপজেলা প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা ইকরামুল হাসান এবং বাংলাদেশ খেলাফত মজলিস সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা সুলাইমান হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যশোর জেলা সভাপতি মিরাজুল হক।