শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত শহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।
জানা জায়, উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর মৌজায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মৎস্য ঘের তৈরির উদ্দেশ্যে মাটি কাটা এবং পার্শ্ববর্তী ইটের সলিংরাস্তাকে ঘেরের বাধ হিসেবে ব্যবহারের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে শার্শা থানা পুলিশের একটি টিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শার্শা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বাংলার ভোরকে জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

