শার্শা সংবাদদাতা:
যশোরের শার্শায় রাতের আধারে গোয়াল ঘরের তালা ভেঙে চোরেরা তিনটি বড় গরু চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় তিন লাখ টাকা। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার ধলদা গ্রামের আনিসুর রহমানের বাড়িতে।
ধলদা গ্রামের আনিসুর রহমান নাভারণ ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক।

আনিসুর বলেন, প্রতিদিনের ন্যায় রাত ১১টার দিকে গরুকে রাতের খাবার দিয়ে গোয়াল ঘরে তালাবদ্ধ করে যার যার ঘরে ঘুমাতে যাই। ভোর পাঁচটার দিকে আমার ঘুম ভেঙে গেলে বাইরে যাওয়ার চেষ্টা করলে দেখি বাইরে থেকে আমার ঘরের ছিটকানি আটকানো। তখন আমার হাঁকডাকে বাড়ির অন্যরা এসে ঘরের ছিটকানি খুলে দেয়। এ সময় বাইরে যেয়ে দেখি রাতের অন্ধকারে অজ্ঞাতনামা চোরেরা আমাদের গোয়ালা ঘরের তালা ভেঙ্গে গরু তিনটি চুরি করে নিয়ে গেছে। বিষয়টি শার্শা থানাকে অবহিত করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি আপনার মাধ্যমে এই প্রথম আমি জানলাম। আমি এখুনি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Share.
Exit mobile version