বেনাপোল সংবাদদাতা:
শার্শায় পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ আয়নামতি (৪০) নামে এক নারী আটক হয়েছে। ৩১ মার্চ গভীর রাতে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিণাপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা লক্ষনপুর ইউনিয়নে দুটি অভিযান পরিচালনা করে আয়না মতি নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার বসত বাড়ির পশ্চিম পাশে গোয়াল ঘর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপর অভিযানে একই গ্রামের পলাতক আসামি মুনসুর হোসেনের বাড়ির পিছনে টয়লেটের সেফটি ট্যাঙ্ক তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মুনসুর হোসেন সহ তার সহযোগীরা পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান জানান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেকে বসেছে শীত
- পুনশ্চ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- শীতে বাড়ছে রোগীর চাপ নাজুক চিকিৎসা সেবা
- মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
- যশোরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় সভা
- সাজা শেষে দেশে ফিরলেন ২ ভারতীয়
- শালিখার চিকিৎসা নিতে আসা অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
- বিশ্ব ইজতেমায় হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ