সাড়াতলা সংবাদদাতা
‘দক্ষ যুবক গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শার্শার সাড়াতলায় সৃজন যুব কল্যাণ ফাউণ্ডেশনের উদ্বোধন, শীতবস্ত্র ও সার্টিফিকেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাড়াতলা বাজার সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফাউণ্ডেশন সভাপতি ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শার্শা যুব উন্নয়ন কর্মকর্তা শার্শা গোলাম ফারুক। উপস্থিত ছিলেন সংগঠন কর্মী নাজমুল হাসান কামরুজ্জামান ও আল মামুন প্রমুখ।
শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ৩০ জনের মাঝে গবাদিপশু পালন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও কিছু সংখ্যক মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
শিরোনাম:
- চোখ দেখাতে আসা রোগীকে দালাল দেখালেন হার্ট
- যশোর জেলা স্কুলে দশতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যশোর এম এম কলেজে শিক্ষক পরিষদের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক
- সেই পুলিশ সদস্য পুরস্কৃত
- যশোরে এনসিপির লিফলেট বিতরণ
- যশোরে দুদিনে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
- দেশ অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে : নার্গিস বেগম
- কল্যাণকর রাষ্ট্র কায়েমে কাজ করুন : অধ্যাপক গোলাম রসুল