Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে লাঙলের প্রচারণা শুরু
  • নেশা থেকে ফেরাতে গিয়ে নিজ কোদালের আঘাতে ছেলেকে হারালেন পিতা
  • যশোর এনসিপির বিক্ষোভ মিছিল
  • যশোরে ইসলামী চক্ষু হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু
  • ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বেনাপোলে বিএনপির প্রচার মিছিল
  • যশোরে টেকনো এক্সক্লুসিভ ব্র্যান্ড শপ উদ্বোধন
  • মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের পথসভা ও প্রচার মিছিল
  • শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জানুয়ারি ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় ২৩ টি ইটভাটার মধ্যে ২০ টিই অবৈধ

কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসল, দূষিত হচ্ছে পরিবেশ!
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা

পরিবেশ ধ্বংস, কৃষিজমি দখল, বৃক্ষনিধন ও ভয়াবহ বায়ুদূষণের অন্যতম উৎস হয়ে উঠেছে অবৈধ ইটভাটা। উচ্চ আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও নির্দেশনা থাকা সত্ত্বেও যশোরের শার্শা উপজেলায় একাধিক ইটভাটা অবৈধভাবে চালু রেখে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পাশাপাশি পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

আদালতের নির্দেশনায় স্পষ্টভাবে বলা রয়েছে কোনো ইটভাটা শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা ও জনবসতি থেকে নির্দিষ্ট দূরত্ব (সাধারণত তিন কিলোমিটারের মধ্যে) স্থাপন করা যাবে না। একই সঙ্গে কৃষিজমিতে ইটভাটা স্থাপন, কাঠ বা জ্বালানি কাঠ ব্যবহার করে ইট পোড়ানো, পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়া ভাটা পরিচালনাও সম্পূর্ণ নিষিদ্ধ।

এই প্রেক্ষাপটে গত ১২ মার্চ ২০২৪ সালে হাইকোর্টে দায়ের হওয়া একটি রিটের আলোকে গঠিত পরিদর্শন কমিটি শার্শা উপজেলার ২৩টি ইটভাটা সরেজমিনে পরিদর্শন করলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যায় উপজেলার ২৩টির মধ্যে ২০টি ইটভাটাই কোনো ধরনের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইট পোড়ানো ও কাঁচা ইট তৈরিসহ সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট ভাটা মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিলেও তা বাস্তবায়িত হয়নি আজো।

অনুসন্ধানে দেখা গেছে, শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের সবুজ হোসেনের মালিকানাধীন মেসার্স কে এ ব্রিকস, বাগআঁচড়া ইউনিয়নের টেংরা জামতলার সিরাজুলের মেসার্স রিফা ব্রিক্স, একই ইউনিয়নের জামতলার তৌহিদুর রহমানের মেসার্স বিশ্বাস ব্রিক্স, কুচেমোড়া হাড়িখালির মিজানুর রহমানের টাটা ব্রিক্স, গোগা ইউনিয়নের হযরত আলির মেসার্স রাজ ব্রিকস, ইছাপুর এলাকার শফিউর রহমানের মেসার্স এস টি ব্রিকস, কায়বা ইউনিয়নের পশ্চিমকোটার হাজরাতলা এলাকার আরফাত ইসলামের মেসার্স নাইস ব্রিকস, বাগআঁচড়া ইউনিয়নের টেংরা জামতলার সিরাজুলের মেসার্স রিফা ব্রিক্স, একই ইউনিয়নের জামতলার তৌহিদুর রহমানের মেসার্স বিশ্বাস ব্রিক্স, পিঁপড়াগাছীর শহিদুল ইসলামের মেসার্স সাফা ব্রিক্সসহ প্রায় ২০টি ইটভাটা এখনও অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ম্যানেজ করেই অবৈধ ইটভাটা গুলো পরিচালনা করছেন মালিকপক্ষ। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের দুর্বলতা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে। দ্রুত উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়ন, নিয়মিত মনিটরিং এবং অবৈধ ভাটা স্থায়ীভাবে বন্ধের দাবিও জানিয়েছেন তারা।

শার্শা উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির বলেন, একসময় সরকারি নিয়ম মেনেই আমরা ভাটার লাইসেন্স নিয়েছিলাম। কিন্তু দীর্ঘদিন ধরে নবায়ন ও নতুন লাইসেন্স প্রক্রিয়া বন্ধ থাকায় অনেক ভাটা সংকটে পড়েছে। লাইসেন্স নবায়নের সুযোগ দেয়া হলে আমরা পরিবেশ আইন ও শ্রম আইন মেনেই ভাটা পরিচালনা করতে প্রস্তুত।

এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের বক্তব্য নেয়ার জন্য তাহার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করাতে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান বাংলার ভোরকে জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা সম্পূর্ণ বেআইনি।

যেসব ইটভাটার মালিক আদালতের নির্দেশ অমান্য করছেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে লাঙলের প্রচারণা শুরু

জানুয়ারি ২২, ২০২৬

নেশা থেকে ফেরাতে গিয়ে নিজ কোদালের আঘাতে ছেলেকে হারালেন পিতা

জানুয়ারি ২২, ২০২৬

যশোর এনসিপির বিক্ষোভ মিছিল

জানুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.