শার্শা সংবাদদাতা
বাংলাদেশ কৃষি ব্যাংক যশোর অঞ্চলের লক্ষণপুর বাজার শাখার কার্যক্রম নতুন ভবনে উদ্বোধন করা হয়েছে। উপজেলার গোড়পাড়া বাজারে অবস্থিত নতুন ভবনে ফিতা কেটে কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া।

এর আগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ব্যাংকের গ্রাহক সেবা ও আর্থিক স্বাক্ষরতা বিষয়ক আলোচনা সভা স্থানীয় নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় ব্যাংকের লক্ষণপুর বাজার শাখার ব্যবস্থাপক পলাশ কুমার ঘোষের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) এনায়েত করিম, যশোরের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এসএম শামীম রেজা ও আঞ্চলিক কার্যালয়ের এজিএম আল মামুন-অর-রশিদ, শার্শা শাখার ম্যানেজার আমিনুল ইসলাম, সাড়াতলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম। অনুষ্ঠানে শাখার গ্রাহক-শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিজামপুর স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের গ্রাহক সেবার মানোন্নয়নে বর্তমান আধুনিক ব্যাংকিং কার্যক্রম, আর্থিক স্বাক্ষরতা বিষয়ক কার্যক্রমে তরুণ প্রজন্মের অংশগ্রহণসহ ব্যাংকের বিভিন্ন ধরণের সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন। পাশাপাশি গ্রাহকরাও তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং চাওয়ার কথা প্রধান অতিথির সামনে উপস্থাপন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক কার্যালয় যশোরের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ বনী আমীন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version