বাংলার ভোর প্রতিবেদক
শার্শার দুর্গাপুর গ্রামের লিটন হত্যা মামলায় আত্মসমর্পণকারী ৯ আসামিকে কারাগারে পাঠিয়েছে যশোরের একটি আদালত। সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, শার্শার দুর্গাপুর গ্রামের গোলাম মোস্তফা, শামিম মিয়া, প্রবল মিয়া, রিপন হোসেন, হানিফ, আনার মিয়া, আহম্মদ আলী, শফিকুল ইসলাম, শিকারপুর গ্রামের আলী আজম জুয়েল।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১০ জুন রাতে লিটন হোসেন গ্রামের চেয়ারম্যানের মোড়ে চায়ের দোকানে বসে ছিলো। রাত সাড়ে ৮ টার দিকে আসামিরা এসে পূর্বশত্রুতার জের ধরে লিটনকে গালিগালাজ শুরু করে। লিটন প্রতিবাদ করায় আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্বজনরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পিতা আজগর আলী বাদী হয়ে ১৬ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে শার্শা থানায় মামলা করেন।

এ মামলার এজাহারনামীয় ওই ৯ জন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলো। জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ায় সোমবার তারা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version