সাড়াতলা সংবাদদাতা
যশোরের শার্শার ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার (সচিব) কক্ষে এ আগুনের ঘটনা ঘটে। কক্ষে থাকা পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল আগুনে পুড়ে যায় বলে ফায়ার সার্ভিস ও পরিষদ সূত্রে জানা যায়। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা জানান, পরিষদে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিব এসএম জাহাঙ্গীর আলম বলেন, সকালে দফাদার পরিষদে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের ধোয়া দেখতে পান। পরে নিচে নেমে এসে দেখেন সচিবের কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকান্ডে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট, আসবাবপত্রসহ কক্ষের সব গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। জন্ম নিবন্ধনের আবেদনের নথিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সহযোগিতা না পেলে জনগণকে সেবা দেয়া খুব কঠিন হয়ে পড়বে বলে তিনি জানান।

নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে থাকা অনেক প্রয়োজনীয় কাগজপত্র মালামাল পুড়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে এটি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারপরও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version