পাইকগাছা সংবাদদাতা

সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় রুপান্তরের উদ্যোগে অফিসার্স ক্লাবে ইউথ ফর সুন্দরবনের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় অঞ্চলের ১৭টি উপজেলা নিয়ে গঠিত “ইউথ-ফর কমিটি” সুন্দরবনে পলিথিন ও প্লাস্টিকের দূষণ রোধে কাজ করে যাচ্ছে।

ইউথ-ফর সুন্দরবন উপজেলার গদাইপুর, পৌরসভা, হরিঢালী ও গড়ইখালী’তে ব্যবসায়ী, বনজীবি, মৎস্যজীবী, উপজেলায় তারুণ্যের উৎসবে সচেতনতা বৃদ্ধি ও সুন্দরবন দূষণমুক্ত রাখতে পলিথিন ও প্লাস্টিক বর্জনে বাজার কমিটিসহ বাড়ি-বাড়ি উঠোন বৈঠক, রুপান্তর কর্তৃক বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ করা হয়।

সভায় অতিথিরা বলেন, সুন্দরবন মায়ের মত উপকূলীয় অঞ্চলের মানুষকে আগলে রেখেছে। যে কোন প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাস থেকে আমাদের রক্ষা করছে একই সাথে অক্সিজেন সরবরাহ করছে। সে কারণে সুন্দরবন সুরক্ষা ও নদী দূষণমুক্ত রাখতে প্লাস্টিক ও পলিথিন বর্জনে সুন্দরবন এলাকায় সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণার প্রতি গুরুত্ব দেয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর মোড়ল, রুপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর সাকি রেজওয়ানা, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, সাবেক মহিলা কাউন্সিলর আসমা আহম্মেদ।

কর্মপরিকল্পনা পেশ করেন ইউথ-ফর সুন্দরবনের নাজমুন নাহার ইতি।

বক্তব্য রাখেন ইউথ-ফর সুন্দরবনের সাধারণ সম্পাদক কৃষ্ণা চক্রবর্তী, সহ-সভাপতি ছন্দা সুলতানাসহ তানিয়া, সাহেদা বেগম, প্রশান্ত সরকার, সোহাগ গাজী, আনোয়ার, আ, সামাদ, এনজিও কর্মী অনান্যা বৈরাগী প্রমুখ।

Share.
Exit mobile version