সাতক্ষীরা সংবাদদাতা
হাড় কাঁপানো শীতে সাতক্ষীরার নলতায় চার শতাধিক গরীব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে কালিগঞ্জ উপজেলার নলতা খানবাহাদুর আহছান উল্লাহ (র.) এর মাজার শরীফ বাজার এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল হক।
নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় সেখানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী,
কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাস বাচ্চুসহ অন্যান্যরা।
