বেনাপোল সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে দুই জন নারী ও দুই জন পুরুষ।

শুক্রবার সকালে তাদেরকে গোগা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

আটকরা হলেন, যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের মিঠু মোল্লা (৩২), একই থানার পাথালিয়া গ্রামের মিজানুর সরদার (৪৫), যশোর কোতোয়ালি থানার বলাডাঙ্গা গ্রামের শাপলা খাতুন (২৩) ও পিরোজপুরের নাজিরপুর থানার চরখোলা গ্রামের সুমি আক্তার (২৪)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোগা সীমান্ত দিয়ে নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে এমন খবরে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় ৪ জন নারী-পুরুষ সীমান্ত পাড়ি দেয়ার সময় তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। কোন পাচারকারী আটক হয়নি।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version