মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় দুই সাংবাদিকের উপর কিশোর গ্যাংয়ের হামলা হয়েছে। তারা শালিখা উপজেলা ৫০ সজ্জা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ প্রধান আসামি সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে।
উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গ্রামের গড়াপাড়া গ্রামের উদ্দোপ মন্ডলের বাড়ির পাশে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক এইচএম রাজিব (চ্যানেল এস) ও দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি হোসেন আলী। গুরুতর আহত সাংবাদিক এইচ এম রাজিব জানান, আমি গড়াপাড়া গ্রামের রাস্তা দিয়ে আড়পাড়া বাজারে যাওয়ার পথে কয়ে যুবক আমার প্রাইভেট থামিয়ে দেশীয় অস্ত্র বের করে বলে সালা টাকা বের কর। এমন সময় আমি গাড়ি থেকে নামার সাথে সাথে কিশোর গ্যাংয়ের নেতা আড়পাড়া গ্রামের সাব্বির মুন্সী ও তার বাহিনী অতর্কিতভাবে আমার প্রাইভেট ভাংচুর শুরু করে। আমি কিছু বলার আগেই আমাকে হাতুড়ী ও রড দিয়ে পিটাতে থাকে এবং বলে সালারে জানে মেয়ে ফেল। যেন বাঁচতে না পারে। এ সময় তারা আমার ডিএসএলআর ক্যামেরা ভাংচুর করে এবং নগত টাকা হাতিয়ে নেয়। তিনি আরও জানান আমার সহকর্মী হোসেন আলী ঠেকাতে এলে তাকেও তারা পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। আমাদের ডাক চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরার জোর চেষ্টা চলছে।
শিরোনাম:
- কোটচাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীণবরণ
- হাইকোর্টের আদেশ উপেক্ষা : ফ্যাসিস্টের রিপ্লেসে ‘দখল’ যশোর সিটি ক্যাবল
- যশোরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- মণিরামপুরের গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী-শ্বশুরের নামে চার্জশিট
- চোখে ‘শর্ষে ফুল’ দেখা সাজেদার এখন ফুলেল জীবন
- মৌমাছি স্কুলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা
- সংগ্রামী রূপা খাতুনের সাবলম্বী হওয়ার গল্প