মাগুরা প্রতিনিধি
‘সমাজ সেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৪ উপলক্ষে মাগুরার শালিখায় গতকাল সকাল ১০ টায় শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন শালিখা থানার ওসি তদন্ত মিলন কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মাস্টার, জিন্নত আলী, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, মৎস্য কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, ত্রাণ কর্মকর্তা, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজ সেবার আওতার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেনন পরিসংখ্যান অফিসার নাজমুল হুসাইন।

Share.
Exit mobile version