মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখার থৈপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু পক্ষের সংঘর্ষে একজন মহিলাসহ ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন মাগুরা সদর ও শালিখা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে এক বৃদ্ধ আশংকাজনক।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার থৈপাড়া গ্রামে।
গৌতম বিশ্বাসের জমির আইল কাটাকে কেন্দ্র করে অলোক বিশ্বাসদের সাথে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে গৌতম বিশ্বাস (৭০), তার দুই পুত্র বিমল বিশ্বাস, অনিল বিশ্বাস ও নিলিমা বিশ্বাস আহত হয়। এদের মধ্যে নিলিমা বিশ্বাস ছাড়া সকলে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত গৌতম বিশ্বাসের অবস্থা আশংকাজনক।
প্রতিপক্ষের অলোক বিশ্বাস ও গোলক বিশ্বাস আহত হয়ে শালিখা হাসপাতালে ভর্তি হয়েছেন।
গৌতম বিশ্বাসের পুত্র অলিপ বিশ্বাস জানান, অলোক-গোলক-সুব্রত, গুন্ডা, পুলোক, শোভন, সৌরভ, রবিন ও শ্রীপতিরা দা, রড, বাঁশ দিয়ে হামলা চালিয় তাদের আহত করেছে। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।