মাগুরা প্রতিনিধি:
মাগুরার শালিখার আড়পাড়া গ্রামের কুমরকোটা মোড়ের পূর্ব পাশে মুন্সি রাইস মিল সংলগ্ন এলাকায় গড়ে ওঠা পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী।
জানা গেছে, জনবসতিপূর্ণ এলাকায় করা পোল্ট্রিফার্মের দুর্গন্ধে এলাকার পাশের অন্তত ২০টি পরিবারের লোকজন একদিকে গন্ধে বসবাস করতে পারছেনা। সেই সাথে রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে। অবশেষে অনন্যোপায় হয়ে ফার্মটি স্থানান্তরের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বরাবর একটি স্মারকলিপে দিয়েছেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী হুমায়ুন এ ফার্মটি কোনরকম নিয়মিনীতি না মেনে জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলেন। ফার্মটির পশ্চিম পাশের মামনি ড্রাগসের মালিক ডা. মামুন রহমান বলেন ফর্মের দুর্গন্ধে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। পারিবারিক স্বাস্থ্য ঝুকিও রয়েছে। পাশের দ্বিতল ভবনটি গন্ধের কারণে ভাড়া হচ্ছে না। একই অভিযোগ করেন শেফালি খাতুন, জহুরুল ইসলামের মত অন্যান্য বাসিন্দারাও। তাদের সকলেরইদাবি ফার্মটি অন্যত্র স্থানান্তর করা হোক।
শিরোনাম:
- যশোরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ ব্যর্থ
- মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের
- ঝড়-বৃষ্টির পূর্বাভাসে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত কৃষক
- ইজারাদার দুই পক্ষ আদালতে, খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ
- যশোরে সাহিত্য সভা অনুষ্ঠিত
- যশোর ইপিজেড প্রকল্পের ভূমি উন্নয়নে ১৫৪ কোটি ব্যয় অনুমোদন
- যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৫জনকে অচেতন
- চৌগাছায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ