শালিখা প্রতিনিধি

মাগুরা শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার নাজমুল হুসাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, জেলা পরিষদের সদস্য মুন্সী আবু হানিফ, ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার প্রমুখ।

Share.
Exit mobile version