বাংলার ভোর প্রতিবেদক
কবি, লেখক, গল্পকার, ঔপন্যাসিক ড. শাহনাজ পারভীনের লেখা শিশুতোষ গ্রন্থ (তাসফি), কাব্যগ্রন্থ (নিধি), গল্পগ্রন্থ (ভাতের থালা) পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল পাঁচটায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদে অ্যাড. জি. এম. মুছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
দ্যোতনা সাহিত্য পরিষদ যশোরের আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা ও যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি লেখক ড. শাহনাজ পারভীন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, সাংবাদিক ও কবি তহীদ মনি, চৌগাছা সাহিত্য পরিষদের সভাপতি কবি শেখ মাফিজুল ইসলাম, বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না ও কবি মামুন আজাদ।
দ্যোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শাহরিয়ার সোহেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি বকুল হক, ডা. আহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ডা. মোকাররম হোসেন, সাংবাদিক ও কবি দেওয়ান মোর্শেদ আলম, কাজী নূর, এম. এ কাসেম অমিয়, আহমদ রাজু, মঞ্জুয়ারা সোনালী, সুরাইয়া শরীফ, রকি মাহমুদ, মাহমুদা খানম, ধীমান শরীফ, সানজিদা ফেরদৌস প্রমুখ।