বাংলার ভোর প্রতিবেদক
প্রাইমারি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, শিক্ষকদের উপর পুলিশি হামলার বিচার এবং শারীরিক শিক্ষা ও সংগীতের সহকারী শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখা।
সোমবার যশোর প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাসদ নেতা হাচিনুর রহমান।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি নেতা আমিনুর রহমান হিরু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা জিল্লুর রহমান ভিটু, বাসদ নেতা আলাউদ্দিন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা ইমরান খান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, শিক্ষকরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করলেও সরকার তা উপেক্ষা করছে। পাশাপাশি সম্প্রতি শিক্ষকদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। এছাড়াও, শারীরিক শিক্ষা ও সংগীতের সহকারী শিক্ষকের পদ বিলুপ্ত করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে অবিলম্বে পদগুলো পুনর্বহালের দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি দ্রুত শিক্ষকদের দাবিগুলো মেনে না নেয়, তবে বাম গণতান্ত্রিক জোট শিক্ষকদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version