বাংলার ভোর প্রতিবেদক
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার বিতরণের মধ্য দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি শুরু হয়েছে। সোমবার যশোর জেলা স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির আয়োজন করে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় বরেণ্য এই রাজনীতির কনিষ্ঠ পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমার পিতা আজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। মহান আল্লাহ পাক যখনই তাকে মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছে, তখনই তিনি নিঃস্বার্থভাবে তাদের জন্য কাজ করার চেষ্টা করেছেন। তাকে অনুসরণ আমরা এই অঞ্চলে বিএনপির পতাকা তলে রাজনীতি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাত ধরে এই অঞ্চলে তিনি জাতীয়তাবাদী দলের পতাকা ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। আমরা সকলের তার আদর্শ ধারণ করে এই অঞ্চলে বিএনপির রাজনীতি করি। এ দলের যারা নবীন আমি তাদেরকে আহ্বান জানাবো আসুন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই এবং তরিকুল ইসলামের যশোরের মানুষের প্রতি মমত্ববোধের শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিনের রাজনীতির পথ চলার চেষ্টা করি।
এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, তরিকুল ইসলাম একদিনে গড়ে ওঠেননি। অনেক চড়াই উৎরায় পেরিয়ে, নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। যশোরের প্রতিটি সেক্টর তার হাতের উন্নয়নে ছোঁয়া রয়েছে। অনেক কঠিন পথ পাড়ি দিয়ে এই অঞ্চলে তিনি একাই প্রদীপ জালিয়ে বিএনপিকে মহিরুহে পরিণত করেছেন। তার রেখে যাওয়া আদর্শ, মানসকিতা ধারণ করে আমরা রাজনীতি করতে পারি তাহলে প্রকৃতপক্ষে জনগণের কল্যাণে ভূমিকা রাখতে পারবো।
পরে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুর রহমান খান, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের জেষ্ঠ্য পুত্র দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। উল্লেখ্য অনুষ্ঠানে যশোরের বিভিন্ন কুরআন শিক্ষার প্রতিষ্ঠান, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ৪০ শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার বিতরণ করা হয়।
