বাংলার ভোর প্রতিবেদক
স্কুল আঙিনা জুড়ে কচিকাঁচাদের শোরগোল। আবার উচ্ছ্বসিত হয়ে অপেক্ষার গভীরতায় ডুবে আছে অনেকে। কেউ কেউ মেতেছে খেলাধুলায়। তবে ভেতরে ভেতরে সবাই নতুন স্কুল ড্রেস, জুতা, খাতা-কলমসহ পেন্সিল বক্স পাওয়ার অপেক্ষায়। সোমবার দুপুরে যশোর শহরের রেলগেট এলাকায় আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করে গড়বো সমাজ কল্যাণ সংস্থা (জিএসকেএস)। ওই স্কুলটি ছাড়াও স্থানীয় আরো একটি স্কুলের শিক্ষার্থীরা এসব উপকরণ পেয়েছে। মদিনা অটোর সহযোগিতায় ১৩০ শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ দেয়া হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন। প্রধান আলোচক ছিলেন প্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক বেনজিন খান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ও বেসরকারি উন্নয়ন সংস্থা এফপিএবি’র সাবেক জেলা কর্মকর্তা আবিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, সংস্থাটির সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মানিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন আদর্শ পৌর প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির সদস্য সাংবাদিক সালমান হাসান রাজিব।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version