চৌগাছা সংবাদদাতা
ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে চৌগাছা উপজেলার জনজীবন। কুয়াশার কারণে সকাল ১০টার পরও সড়কে যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। রোববার সারাদিন সূর্যের দেখা মেলেনি।
কুয়াশার সঙ্গে শীতের প্রকোপ বাড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিনের বেলা খড়কুটো আর লাকড়ি জ্বালিয়ে শীত নিবারণ করছে ছিন্নমূল মানুষ।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ভ্যানচালক ও নিম্ন আয়ের মানুষ। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে তারা বের হলেও কাজ পাননি অনেকে।
ঘন কুয়াশার কারণে আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলেছে কম। যাত্রী সংকটে পড়েছে দূরপাল্লা ও স্থানীয় পরিবহনগুলো। রোববার ভোর ৬টায় সীমান্তবর্তী উপজেলা চৌগাছার তাপমাত্রা ছিলো সর্বনিম্ন।
পাশাপোল বাজারের ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, ঘন কুয়াশার সকালে বাড়ি থেকে বের হওয়া মুসিবত হয়ে পড়েছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিলো।
শরীর ভিজে যাচ্ছে কুয়াশায়। সারাদিন কুয়াশা কাটেনি। তাই দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে মোটরসাইকেল চালাতে দেখা গেছে।
এদিকে, চৌগাছা ১০০ শয্যা বিশিষ্ট উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত কয়েক দিনে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় অনেকে হাসপাতালে চিকিৎস নিচ্ছেন। এ ছাড়া ঠাণ্ডাজনিত রোগ সর্দি, কাশি শ্বাসকষ্ট, জ্বর বেড়েছে।

