বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কওছার আলী।
প্রধান অতিথি ছিলেন ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সদস্য ফজলু রহমান মোল্যা, সমাজসেবক হাবিবুর রহমান শেখ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, মধ্যকুল আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান।
অনুষ্ঠানের শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
