শ্যামনগর প্রতিনিধ
শ্যামনগর উপজেলার ছোটকুপট পল্লীতে রফিকুল গাজীর পৈত্রিক সম্পত্তি একই এলাকা আফজাল গং জোরপূর্বক দখল করার চেষ্টা করছে বলে অভিযাগ উঠেছে। এতে রফিকুল ও তার স্ত্রী মায়া বিবি বাধা দিলে দখলকারীদের হাতে তারা রক্তাক্ত জখম হন। ঘটনাটি ঘটেছে গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে।

এ ঘটনায় আহত রফিকুলের স্ত্রী মায়া বিবি শ্যামনগর থানায় লিখিত এজহার দায়ের করলেও মামলাটি অজ্ঞাত কারণে নেয়া হয়নি। থানা পুলিশ উল্টো আফজাল এর মাতা মাছুরা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রেকর্ড করেছে, যার মামলা নং ৪৩। উক্ত মামলায় আসামি করা হয়েছে রফিকুল ও তার স্ত্রী এবং প্রতিবেশী ইসরাফিল গাজীকে।

গত ১ মার্চ শ্যামনগরের কতিপয় সাংবাদিক সরেজমিননে গেলে রফিকুলের ভাইপো ও কন্যা জানান, তাদের দক্ষিণ পাশের সীমানার ঘেরা বেড়া স্থানীয় মেম্বার ও রবিউল গাইনসহ গণ্যমান্য ব্যক্তি মাপ জরিপ করে দিয়েছিল। আফজাল ও তার ভাইরা প্রথমে মেনে নিলেও পরে তারা না মেনে জোরপূর্বক দখল করার চেষ্টা করে। আফজাল গাজীর ভাই ইয়াছিন পুলিশের চাকুরি করে, বর্তমানে খুলনাতে পোস্টিং আছে। তার হস্তক্ষেপের কারণে তারা শ্যামনগর থানায় মামলা করতে পারিনি। তারা আরো জানান, তার ভাই পুলিশের চাকুরি করে সেই ভয় দেখিয়ে তার ভাই আফজাল ও আজিজুল এলাকার মানুষকে ক্ষয়ক্ষতি ও হয়রানি করে আসছে।

বর্তমানে ওই পরিবারের কাছে এলাকার মানুষ জিম্মি হয়ে পড়েছে। বর্তমানে রফিকুল ও তার স্ত্রী মায়া বিবি এবং ইসরাফিল ও এলাকাবাসী নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে।

Share.
Exit mobile version