শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্করসহ ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতে উপজেলার শংকরকাটি গ্রামে স্ট্রীল ব্যবসায়ী আতাউর রহমান গাজীর বাড়িতে এঘটনা ঘটে।
ব্যবসায়ী আতাউর রহমান জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া শেষে তারা সবাই ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাত ২টার দিকে ৫/৬ জনের একটি দূর্বৃত্ত দল তাদের ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে। এর পর বাড়ির সবাই অচেতন হয়ে পড়েন। এসময় ঘরের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে আলমারীতে রক্ষিত তার মেয়ের বিয়ের জন্য সংগৃহিত ১০ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লক্ষ টাকা, মূল্যবান পোশক ও ফ্রিজে রক্ষিত মাছ নিয়ে পালিয়ে যায় তারা। তিনি আরো জানান, এঘটনায় থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version